রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ফল ২০২৩ সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ফল ২০২৩ সেমিস্টারের ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে বেলা ১১ টায় বাংলা বিভাগের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. আ. ন. ম. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদদীন আহমেদ, কৃষি বিভাগের প্রধান প্রফেসর মো. জাহিদুল আমিন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক জনাব প্রদীপ সাহা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন সঙ্গীত বিভাগের শিক্ষার্থী তৃষিতা দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া মাহজাবিন রোজা ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জায়েদ বিন আদনান।