
সুপ্রিয় কুষ্টিয়াবাসী, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কাজে সবসময় উৎসাহ প্রদান করে। শিক্ষার্থীদের পড়াশোনায় একঘেয়েমি কাটিয়ে উঠতে এবার রমৈবি আয়োজন করছে এক ভিন্নধারার প্রতিযোগিতা “RMU ফেসবুক রিল কনটেস্ট-২০২৫”।
১ম পুরস্কার: অ্যান্ড্রয়েড স্মার্টফোন
এছাড়াও পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় সব স্মার্ট গ্যাজেটস
ভিডিয়ো পোস্টের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫
চূড়ান্ত বিজয়ী ঘোষণা: ২৫ ফেব্রুয়ারি ২০২৫
নিম্নে বিস্তারিত দেওয়া হলো:
১/ স্টুডেন্ট গ্রুপ: ভিডিয়োর বিষয়: প্রিয় ক্যাম্পাস
শুধু কুষ্টিয়ার সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা অংশগ্রহণ করতে পারবে। তবে অবশ্যই রানিং স্টুডেন্ট হতে হবে।
(বিজয়ী হলে ছাত্রত্ব প্রমাণের জন্য অ্যাকাডেমিক আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক)
২/ উন্মুক্ত গ্রুপ: ভিডিয়োর বিষয়: ভালোবাসার কুষ্টিয়া
কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণকারী/বসবাসকারী যে কেউ এই গ্রুপে অংশগ্রহণ করতে পারবে।
(বিজয়ী হলে বয়স প্রমাণের জন্য আইডি কার্ড/জন্ম-নিবন্ধন সনদ বা শিক্ষাসনদ প্রদর্শন বাধ্যতামূলক)
নিয়মাবলি:
১/ ভিডিয়োর রেশিয়ো অবশ্যই 9:16 রেজুলেশনে হতে হবে।
২/ ভিডিয়ো রেজুলেশন অবশ্যই HD/FHD/4K এই ফরম্যাটে হতে হবে।
৩/ ভিডিয়োর ব্যাপ্তি ন্যূনতম ২০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ৬০ সেকেন্ড হবে।
৪/ ভিডিয়ো অবশ্যই নিজস্ব মোবাইলে/ক্যামেরায় ধারণকৃত এবং ইউনিক হতে হবে। ফেসবুক, ইউটিউব বা কোনো সামাজিক মাধ্যম থেকে ডাউনলোড করে কোনো ফুটেজ ভিডিয়োতে সংযুক্ত করা যাবে না।
৫/একই ব্যক্তি দুই গ্রুপে অংশগ্রহণের যোগ্য হলে উভয় বিষয়েই প্রতিযোগিতা করতে পারবে।
৬/ ফেসবুকে প্রতিযোগী নিজের তৈরি করা ভিডিয়ো রিল/ভিডিয়ো হিসেবে পোস্ট করবে।
৭/ পোস্ট ক্যাপশনে অবশ্যই #rmureelcontest2025 এই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়-এর অফিসিয়াল ফেসবুক পেইজ (www.facebook.com/official.rabindramaitree) ট্যাগ দিতে হবে বা চেকইন দিতে হবে।
৮/ প্রতিযোগীকে নিজে ভিডিয়ো কনটেন্ট ধারণ করতে হবে এবং নিজে মোবাইলে/কম্পিউটারে এডিট করতে হবে।
৯/ টপ১০ প্রতিযোগীদের ভিডিয়ো রমৈবি-এর অফিসিয়াল ফেসবুক পেইজে শেয়ার করা হবে এবং লাইক কমেন্ট শেয়ার অর্থাৎ দর্শকপ্রিয়তার ভিত্তিতে ১০০-এর মধ্যে ৩০ নম্বর বণ্টন করা হবে। বাকি ৭০ নম্বর সম্মাননীয় বিচারকমন্ডলীর চুড়ান্ত মনোনয়নে বিজয়ী হবে। অর্থাৎ ১০০ নম্বর বণ্টনপ্রক্রিয়া: ফেসবুকে দর্শকপ্রিয়তা ৩০ নম্বর, বিচারকমন্ডলী ৭০ নম্বর।
১০/ ফেসবুকে পোস্ট করা পুরাতন ভিডিয়ো/রিলস গ্রহণযোগ্য হবে না।
১১/ ফেসবুকে পোস্ট করা রিল ভিডিয়ো গুগল ড্রাইভে আপলোড করে লিংক ইমেইল করতে হবে এই মেইলে itcell@rmu.ac.bd
১২/ ইমেইলে নিজের নাম, ফোন নম্বর, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ফেসবুক প্রোফাইল অ্যাড্রেস ও ঠিকানা সঠিকভাবে লিখতে হবে।
বি.দ্র: রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রয়োজনে:
মো: শরিফুল ইসলাম (ফয়সাল)
সদস্য সচিব,
RMU ফেসবুক রিল কনটেস্ট ২০২৫
ফোন:01740962323