ভর্তি বিজ্ঞপ্তি
ফল ২০২৩ (সেপ্টেম্বর’২৩-ফেব্রুয়ারী’২৪) সেমিস্টার
রবীন্দ্র মৈত্রী বিশ্বিবিদ্যালয়ে নিম্ন বর্ণিত চলমান প্রোগ্রামসমূহে ফল ২০২৩ (সেপ্টেম্বর’২৩-ফেব্রুয়ারী’২৪) সেমিস্টারে ভর্তির নিমিত্তে প্রাথমিক আবেদন হিসেবে অনলাইনে ১৭ জুন ২০২৩ থেকে ১৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে ১,০০০/- (এক হাজার) টাকা (২% অতিরিক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য) পরিশোধ করে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত সময়সূচী নিম্নরূপ:
Admission Schedule
Application Distribution: 17 June,2023
1st Admission Test: 17 July,2023
2nd Admission Test: 17 August,2023
3rd Admission Test: 16 September,2023
Semester Class Start: 21 September,2023
ভর্তির যোগ্যতা (অনার্স ও ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ক্ষেত্রে)
বিএ (অনার্স) বাংলা, মিউজিক এবং বিএফএ (অনার্স) চারুকলা:
এইচএসসি বা সমমানের পরীক্ষায় যেকোন বিভাগ হতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ এবং মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। চারুকলা প্রোগ্রামের জন্য প্রাক বিএফএ ডিগ্রীধারীরা আবেদন করতে পারবে।
বিএ (অনার্স) ইংরেজি ও বিবিএ (অনার্স):
এইচএসসি বা সমমানের পরীক্ষায় যে কোন বিভাগ হতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
বিএসসি অনার্স (এগ্রিকালচার, মাইক্রোবায়োলজি) এবং প্রকৌশল প্রোগ্রাম:
এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। কৃষি এবং মাইক্রোবায়োলজির ক্ষেত্রে প্রার্থীদের এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য গণিত এবং পদার্থবিদ্যা থাকতে হবে। [মাইক্রোবায়োলজি প্রোগ্রামের জন্য মোট জিপিএ ৭.০০ এবং আলাদাভাবে ৩.২৫ থাকতে হবে]।
পাশের সন: ২০১৯ বা তৎপরবর্তী বছরে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ থাকতে হবে।
ক্লাস অনুষ্ঠান: সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাসসমূহ অনুষ্ঠিত হবে।
ভর্তির যোগ্যতা (মাস্টার্স)
এমএ (বাংলা) গঅ (২ বছর/১ বছর)
বাংলা বা যেকোন বিষয়ে অনার্স বা ¯œাতক পাশ। বাংলায় অনার্স ডিগ্রীধারীদের ক্ষেত্রে কোর্সের মেয়াদ হবে ১ বছর (২ সেমিস্টার) এবং অন্য কোন বিষয়ে অনার্স বা পাশ ডিগ্রীধারীদের ক্ষেত্রে কোর্সের মেয়াদ হবে ২ বছর (৪ সেমিস্টার)।
এমবিএ- গইঅ: (হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, এইচআরএম) [২ বছর/ ১ বছর]
বাণিজ্যধারার যেকোন বিষয়ে অনার্স বা অন্য কোন বিষয়ে অনার্স বা ডিগ্রী পাশ। বাণিজ্যে অনার্স ডিগ্রীধারীদের ক্ষেত্রে কোর্সের মেয়াদ হবে ১ বছর (২ সেমিস্টার) এবং অন্য কোন বিষয়ে অনার্স বা ডিগ্রী পাশ ডিগ্রীধারীদের ক্ষেত্রে কোর্সের মেয়াদ হবে ২ বছর (৪ সেমিস্টার)।
এমপিএড- গচঊফ (২ বছর/১ বছর)
বিপিএড ও অত্র বিষয়ে ৪ বছর মেয়াদী সম্মান ডিগ্রীধারীদের ক্ষেত্রে ২য় শ্রেণি/২য় বিভাগ/ঈএচঅ ২.৫০ থাকতে হবে। এক বছর মেয়াদী বিপিএড ডিগ্রীধারীদের ক্ষেত্রে কোর্সের মেয়াদ হবে (৪ সেমিস্টার)। চার বছর মেয়াদী অনার্স ডিগ্রীধারীদের ক্ষেত্রে কোর্সের মেয়াদ হবে ১ বছর (২ সেমিস্টার)।
Hons and Engineering Programs
Program Details
Department | Program | Credits | Seats | Cost |
Bangla | 4 Year BA Hons | 135.0 | 50 | 1,88,000.00 |
Music | 4 Year BA Hons | 132.0 | 35 | 1,40,000.00 |
Fine Arts | 4 Year BA Hons | 135.0 | 30 | 1,88,000.00 |
English | 4 Year BA Hons | 123.0 | 60 | 2,44,000.00 |
Business Administration | 4 Year BBA Hons | 135.0 | 50 | 3,00,000.00 |
Agriculture | 4 Year BSc Hons in Agriculture | 177.0 | 30 | 3,24,000.00 |
Information and Communication Technology | 4 Year BSc Engineering in ICT | 170.0 | 40 | 3,56,000.00 |
Computer Science and Engineering | 4 Year BSc Engineering in Computer Science | 165.0 | 40 | 3,56,000.00 |
Electrical and Electronic Engineering | 4 Year BSc in Electrical and Electronic Engineering | 160.0 | 40 | 3,56,000.00 |
Microbiology | 4 Year BSc Hons in Microbiology | 172.0 | 40 | 3,80,000.00 |
Master Programs
Program Details
Department | Program | Credits | Seats | Cost |
Bangla | 1 Year MA | 33 | 60 | 45,000.00 |
2 Year MA | 63 | 80,000.00 | ||
Business Administration | 1 Year MBA | 36 | 60 | 75,000.00 |
2 Year MBA | 66 | 1,40,000.00 | ||
Physical Education and Sports Science | 1 Year MPEd | 33 | 30 | 50,000.00 |
2 Year MPEd | 63 | 90,000.00 |
বি.দ্র: (ক) মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনির ক্ষেত্রে মোট জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
খ) ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ও-লেভেলে ০৫ (পাঁচ)টি বিষয় এবং এ-লেভেলে ২ (দুই)টি বিষয় সহ চারটি বিষয়ে ন্যূনতম ‘B’ গ্রেড অথবা জিপিএ ৪.০০ এবং বাকি তিনটি বিষয়ে ন্যূনতম ‘C’ গ্রেড অথবা জিপিএ ৩.৫০ থাকতে হবে। এঊউ (পাঁচ) কোর্সের ক্ষেত্রে ছাত্রদের অবশ্যই প্রতি কোর্সে ৮০০ নম্বরের মধ্যে ৪১০ নম্বর এবং গড়ে ৪৫০ নম্বর অর্জন করতে হবে।
বিস্তারিত: ওয়েবসাইট www.admission.rmu.ac.bd , ফোন: +৮৮০ ২৪৭৮৮৫৩১১৪, মোবাইল: +৮৮০ ১৩১৯ ৪৪৬২৩০