Organized By BBA Dept.
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেস্ট ও ইংরেজি বিভাগের ইংলিশ ট্যালেন্ট হান্ট অডিশন রাউন্ড (কুষ্টিয়া শহর) অনুষ্ঠিত
পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষার্থী, চাকুরীজীবী, ব্যাংকার, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগেরর আয়োজনে ক্যারিয়ার ফেস্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দশদিন ব্যাপী সাহিত্য- সংস্কৃতি ও শিক্ষা মেলার পঞ্চম দিনে ০৬ মে, শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল মঞ্চে আয়োজিত ক্যারিয়ার ফেস্টে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ইমদাদুল হকের সভাপতিত্বে ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা প্রফেসর আ.ন.ম রেজাউল করিম।
ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম। এছাড়াও আলোচক ছিলেন মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক লিমিটেড, মজমপু্র শাখা ও মো. আনোয়ার হোসেন, ব্যবস্থাপক, উত্তরা ব্যাংক লিমিটেড, কুষ্টিয়া শাখা এবং আব্দুর রউফ, এসবিএসি ব্যাংক কুষ্টিয়া শাখা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক জনাব মোফরাদ হোসেন ও শিক্ষার্থী মুমতাহিনা রহমান মিম।