রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ ও বর্ষবরণ ১৪৩০ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। সকালে বৈশাখী শোভাযাত্রা বিশ্ববিদ্যায়ের ক্যাম্পাস থেক শহরের ভিতর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যায়ের প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিষয়ের প্রফেসর আ.ন.ম. রেজাউল করিম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নূর উদ্দীন আহমেদ ও কৃষি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. জাহিদুল আমিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া মেহজাবিন রোজা।
আলোচনাসভা শেষে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন সংগীত বিভাগের প্রভাষক ঋত্বিক মাহমুদ, ইন্দ্রানী মোদকসহ বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।